মিশরের সিনাই উপদ্বীপে হামলা চালিয়ে পুলিশের ১৩ সদস্যকে হত্যা করেছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকারি কর্তৃপক্ষ একটি মোটর বাইকে হামলার কথা বললেও আইএস দাবি করছে পুলিশি তল্লাসি চৌকিতে একটি গাড়িতে এই হামলা চালানো হয়।
২০১৩ সালের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উৎখাতের পর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে আইএস। যা এখনো অব্যাহত আছে।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, সিনাই দ্বীপের উত্তরাঞ্চলের সাফা চেকপোস্টে মোটর বাইকে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব