নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণ করার অপরাধে উত্তরপ্রদেশের জালাউন জেলার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, মেয়েটি তার এক বন্ধুর সহায়তায় ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করে প্রমাণ হিসেবে পুলিশকে দেখায়।
বুধবার মেয়েটি স্থানীয় থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, তার বাবা তাকে চার বছর ধরে ধর্ষণ করে আসছে। পুলিশ প্রমাণ চাইলে সে তার মোবাইলে থাকা ভিডিওটি দেখায়।
এ ঘটনা মেয়েটি এর আগে তার মা ও বোনদের কাছে বললে তারা বিশ্বাস করেনি। তাই প্রমাণ সংগ্রহ করতে তাকে এক প্রতিবেশী বন্ধুর সহায়তায় ভিডিও চিত্রটি ধারণ করে। ঘরের জানালা খোলা রাখায় তার বন্ধু মোবাইলে ধারণ করতে সক্ষম হয় বাবার পাশবিক আচরণ।
এরপর সে তার মায়ের কাছে ভিডিওটি দেখালে মায়ের পরামর্শে থানায় অভিযোগ করে।
পুলিশ কর্মকর্তা জং বাহাদুর জয়দেব টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আইপিসি সেকশন ২৭৫, ৫০৬ এর আওতায় মেয়েটির বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য এখন অপেক্ষা করতে হবে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ