ইরাকে আরো মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসবিরোধী লড়াইয়ে বাগদাদকে সহায়তা দিতে বাড়তি মার্কিন সেনা মোতায়েন করা হলো। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানায়। খবর অাল জাজিরার
বিবৃতিতে বলা হয়, ইরাকে মোতায়েন মার্কিন সেনা দলের সঙ্গে যুক্ত হবে মার্কিন মেরিন এক্সপেডিশনারি ইউনিট বা এমইইউ সেনারা। এতে আরো বলা হয়, বাগদাদের সঙ্গে পরামর্শ করেই বাড়তি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।
আইএস'র রকেট হামলায় এক মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হওয়ার পরই নতুন করে মার্কিন সেনা মোতায়েনের এ ঘোষণা দেয়া হলো। আইএস অধিকৃত মসুল নগরীর ৪৫ মাইল দক্ষিণপশ্চিমে মাখমুর জেলায় মার্কিন সেনাদলের বিশাল ঘাঁটি রয়েছে। রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে এ ঘাঁটি অবস্থিত।
যুক্তরাষ্ট্র দাবি করছে, মার্কিন সেনারা আইএস'র বিরুদ্ধে লড়ছে এবং ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। অবশ্য ইরাকে আইএসবিরোধী কথিত লড়াইয়ে মার্কিন বাহিনী তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি আর এ নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ