সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বাংলাদেশ, মিয়ানমারসহ ভারতের উত্তর-পূর্ব সীমান্ত বরাবর নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সোমবার অাসাম রাইফেলস-এর ১৮১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেঘালয়ের রাজধানী শিলং-এ এক অনুষ্ঠানের ফাঁকে রাজনাথ সিং বলেন ‘সন্ত্রাস দমনসহ যে কোন নাশকতা রোধে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করা বিষয়ে আমরা সমস্ত পদক্ষেপ গ্রহণ করছি’।
বাংলাদেশ এবং মিয়ারনমার সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের মাওবাদীদের হাতে অস্ত্র পৌঁছে যাওয়ার ঘটনা নিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে এই উত্তর দেন রাজনাথ সিং।
দুইদিনের সফরে এদিনই মেঘালয়ে এসে পৌঁছন রাজনাথ সিং।
তিনি বলেন ‘আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অস্ত্র পাচার রুখতে উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনা করবে এবং এই কাজে রাজ্য সরকারগুলিকে কোন রকম সহায়তার দরকার হলে কেন্দ্রীয় সরকার তা করতেও প্রস্তুত আছে।
প্রসঙ্গত বাংলাদেশের সাথে ১৮৮০ কিলোমিটার সীমান্ত আছে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির, অন্যদিকে মিয়ানমারের সঙ্গে রয়েছে ১৬০০ কিলোমিটার সীমান্ত।
এই দুই আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত সীমানা ব্যবহার করেই অবৈধ অস্ত্র পাচারকারী সিন্ডিকেটরা প্রধানত উত্তর-পূর্বের সন্ত্রাসী গোষ্ঠীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দেয় বলে অভিযোগ।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন