বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেতেম আন্তর্জাতিক বিমানবন্দর এবং নগরীর একটি মেট্রোরেল স্টেশনে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। খবর আল-জাজিরা ও বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টার সময় জাভেতেম আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এরপর ঠিক এক ঘণ্টা পর মায়েলবিক মেট্রোরেল স্টেশনে আরও একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পৃথক তিনটি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়ার দাবি বিমানবন্দরের হামলাটি ছিল আত্মঘাতী।
এই হামলা এমন একটি সময় হলো যার চার দিন আগে ব্রাসেলস থেকে প্যারিস হামলার হোতা সালেহ আব্দুসলামকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিবিসি বলছে, বিমানবন্দরে জোড়া বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩৫ জন। এ ঘটনার কিছুক্ষণ পর ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউটের কাছে অবস্থিত মায়েলবিক মেট্রোরেল স্টেশনে তৃতীয় বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় স্থানীয় মিডিয়া ১০ জনের প্রাণহানির কথা প্রচার করছে। তবে সরকারের তরফ থেকে রেলস্টেশনের নিহতের সংখ্যার নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।
অন্যদিকে, স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল-জাজিরা বলছে, বিমানবন্দরে আত্মঘাতি হামলায় ১৩ জন নিহত হযেছেন। আর রেল স্টেশনে হামলার ঘটনায় নিহত হয়েছেন আরও ১৫ জন।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার দিকে টার্মিনালসংলগ্ন হোটেল থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। তার ভাষায়, ‘আমি হোটেল রুমের জানালার পর্দা সরিয়ে দেখি, ভয়ার্ত লোকজন টার্মিনাল ভবন থেকে ছুটে পালাচ্ছে।’ তিনি স্ট্রেচারে করে ১৯-২০ জনকে বহন করে নিয়ে যেতে দেখেন বলেও দাবি করেছেন।
বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের পর বিমানবন্দরের চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে। আপাতত এখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের রেল যোগাযোগ ব্যবস্থাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব