প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের সাথে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি এই দুই রাষ্ট্রের পারস্পরিক সহায়তার ফলে এই অঞ্চলে অগ্রগতি ও সমৃদ্ধি বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসের প্রাক্কালে মঙ্গলবার পাকিস্তানি রাষ্ট্রপতি মামুন হুসেনকে পাঠানো এক বার্তায় সেদেশের নাগরিকদের শুভেচ্ছা জানান ভারতীয় রাষ্ট্রপতি।
ওই বার্তায় প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘ভারত সবসময়ই পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ ও সহায়তাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চায়। আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমাদের দুই রাষ্ট্রের মধ্যেকার পারস্পরিক সহায়তা এই অঞ্চলের অগ্রগতি ও সমৃদ্ধিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে’।
‘আমি আপনার (পাকিস্তানের রাষ্ট্রপতি) সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি’।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব