বিশ্বব্যাপী সন্দেহভাজন সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জানাতে মুসলমানরা ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। তাই বেলজিয়ামে সন্ত্রাসী হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে বিশ্বের মুসলমানদের আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রাসেলসে গতকালের প্রাণঘাতি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ব্রিটিশ টিভি চ্যানেল আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল একথা বলেন বিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিপাবলিকান ফ্রন্ট রানার ট্রাম্প। খবর রয়টার্সের
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'যখন তারা [মুসলমানরা] কোনো বিপদের অাঁচ পায়, তখন তাদেরকে তা জানাতে হবে কিন্তু তারা তা করছে না। তারা কোনোভাবেই তা করছে না যা একটা সমস্যায় পরিণত হয়েছে।'
গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় সংঘটিত সন্ত্রাসী হামলা ঠেকানো যেতো বলেও মন্তব্য করেন মি. ট্রাম্প। পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম দম্পতি পরিচালিত এ হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ বিষয়ে ট্রাম্প বলেন, 'কমিউনিটির বহু লোক জানতে যে তারা [ওই দম্পতি] সন্ত্রাসী হামলা ঘটাতে যাচ্ছে কারণ তাদের অ্যাপার্টমেন্টের ফ্লোরে তারা বোমা মজুদ করেছিল। অথচ এ ব্যাপারে তারা কর্তৃপক্ষকে জানায়নি।'
তিনি আরো বলেন, 'আমার আসলে জানা নেই এটা কী ধরনের আচরণ। মনে হচ্ছে তারা একে অপরকে সুরক্ষা দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা বড় ধরনের ক্ষতি সাধন করছে। তাদের সমাজের প্রতি খোলামেলা হতে হবে; খারাপ কিছু তাদের জানাতে হবে।'
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ