ব্রাসেলস হামলার ঘটনায় এক অভিযানে ছয়জনকে আটক করেছে বেলজিয়ামের পুলিশ। বৃহস্পতিবার রাতে দেশটির শয়েরবেক জেলায় পরিচালিত বড় এক অভিযানে এই ছয়জনকে আটক করা হয়। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র জানায়, অভিযানে ওই এলাকার প্রতিটি বাড়িতেই তল্লাশি চালানো হয়।
এদিকে প্যারিসে হামলার পরিকল্পনার অভিযোগে ফ্রান্সে একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে গেল নভেম্বরে ফ্রান্সে চালানো হামলার সঙ্গে মঙ্গলবার ব্রাসেলস হামলার যোগসূত্র রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সশস্ত্র সংগঠন আইএস এই দুই হামলার দায় স্বীকার করেছে।
বৃহস্পতিবারের ওই অভিযান সম্পর্কে ব্রাসেলস ফেডারেল প্রসিকিউটর দপ্তর কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার ব্রাসেলসে চালানো ওই হামলায় ৩১জন নিহত ও ৩৩০জন আহত হয়।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/ এস আহমেদ