ফ্রান্সের মধ্যাঞ্চলীয় আলিয়েখ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা শিনহুয়া অাজ একথা জানিয়েছে। খবর অাইএএনএস'র
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে সুইজারল্যান্ড থেকে পর্তুগালগামী একটি মিনিবাস একটি ট্রাককে ধাক্কা দিলে নিহতের এ ঘটনা ঘটে। নিহতদের সবাই মিনিবাসের যাত্রী ও পর্তুগালের নাগরিক। দুর্ঘটনায় যান দুটির চালকও আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ