জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস) এর সেকেন্ড ইন কমান্ড আল রহমান মোস্তফা আল কুয়াদালি নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। খবর সিএনএন ও ফক্স নিউজের।
শুক্রবার সকালে মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এর আগে কুয়াদালির মাথার দাম ৭ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
তবে আল কুয়াদালির মৃত্যু খবর কিন্তু নতুন নয়। এর আগেও তার মৃত্যুর খবর জানায় ইরাক। গত বছরের জুলাইয়ে ইরাকে প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, দেশটির উত্তরাঞ্চলের তাল আফার এলাকায় বিমান হামলায় আল কুয়াদালি মারা গেছেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব