ভারতের উত্তরাখন্ডে জারি করা হল রাষ্ট্রপতি শাসন। রবিবার সকালে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
আগামীকাল সোমবারই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার কথা ছিল কংগ্রেস শাসিত হরিশ রাওয়াতের রাজ্য সরকারের। কিন্তু তার আগে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।
চলতি মাসের গোড়ার দিকে উত্তরাখন্ডের শাসক দল কংগ্রেসের ৯ বিধায়ক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা বিরোধী দল বিজেপি বিধায়কদের সাথে হাত মেলার পর থেকেই অচলাবস্থা তৈরি হয়। স্বাভাবিকভাবে রাজ্যটিতে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস। সোমবারই কংগ্রেস সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার কথা ছিল। কিন্তু তার আগে শনিবারই সরকার বাঁচাতে ঘোড়া কেনাবেচা (হর্স ট্রেডিং)-এর অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
একটি স্টিং অপারেশেনের ফুটেজ প্রকাশ করে উত্তরাখন্ডের বিদ্রোহী বিধায়করা এই হর্স ট্রেডিং-এর অভিযোগ আনে। এরপর সঙ্কট আরও ঘনীভূত হয়। ঘটনা সামনে আসতেই শনিবার রাতেই ক্যাবিনেট মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশি রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি উত্তরাখন্ডের চলমান রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে বিস্তারিত জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাকে পাশাপাশি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশও করেন। এরপর রবিবার সকালে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।
এদিকে, কেন্দ্রের এই পদক্ষেপকে গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করা হয়েছে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী রাওয়াত।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা