জিহাদি গোষ্ঠী আইএস'র চোরাই প্রত্ন সম্পদ বিক্রির বার্ষিক আয় প্রায় ২০ কোটি ডলারে পৌঁছেছে। সিরিয়া থেকে পাচার করে আনা এসব প্রত্নসম্পদ বিক্রির কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলীয় তুর্কি নগরী গাজিয়ানতেপ। জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার স্থায়ী রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এ সব কথা বলেছেন। জাতিসংঘে দেয়া এক চিঠিতে এ সব কথা জানান তিনি।
চিঠিতে রাষ্ট্রদূত ভিতালি বলেন, কালোবাজারে যে সব প্রত্নসম্পদ বিক্রি হয় তার বেশির ভাগই সিরিয়া থেকে পাচার করে তুরস্কে আনা হয়েছে। ওয়েবসাইটে অবৈধভাবে নিলামের মাধ্যমে এবং স্থানীয় বাজারে এ সব পণ্য বিক্রি হয় বলেও জানান তিনি।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাজার হাজার প্রত্নতাত্ত্বিক এলাকা এখনো আইএসের দখলে রয়েছে। এর মধ্যে নয়টিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ঠাঁই দিয়েছে।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ