এ বছর যুক্তরাজ্যের সম্মানজনক মরণোত্তর 'ফাউন্ডারস অ্যাওয়ার্ড' পেলেন কলকাতার মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মানবতাবাদী মাদার তেরেসা। তার পক্ষে গতকাল এ পুরস্কার গ্রহণ করেন তার একমাত্র জীবিত আত্মীয় নাতনি আজি বোজাজিয়ু [৭২]। এ জন্য ইতালি থেকে লন্ডনে উড়ে আসেন তিনি। গতকাল লন্ডনে ষষ্ঠ এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। খবর পিটিআই'র
বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা এশিয়ান সম্প্রদায়ের ব্যক্তিদের লক্ষণীয় অর্জনকে স্বীকৃতি দিতে এশিয়ান অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। ব্যবসা, মানবতার সেবা, বিনোদন, সংস্কৃতি ও খেলাধূলাসহ মোট ১৪টি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। লেমন গ্রুপের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা পল সাগো ২০১০ সালে এশিয়ান অ্যাওয়ার্ড চালু করেন।
মাদার তেরেসা কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করে ৪৫ বছর ধরে সেখানকার গরিব, রোগী, অনাথ ও মুমূর্ষু ব্যক্তিদের সেবায় নিয়োজিত ছিলেন। ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে কলকাতাতেই মৃত্যুবরণ করেন তিনি। চলতি বছরের ৪ সেপ্টেম্বর তাকে সেইন্ট করবেন রোমান খ্রিস্টান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ