আজ আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে 'সন্ত' ঘোষণা করতে যাচ্ছে ভ্যাটিকান সিটি। কয়েক সপ্তাহ ধরেই এর প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান। খবর বিবিসির।
ভ্যাটিকান সিটিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে মারা যান মাদার তেরেসা। তার মৃত্যুর পর তার দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা সামনে আসে। আর সেটি হল, দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে ওঠেন।
আর এ দুটো ঘটনা মাদার তেরেসার সন্ত হওয়ার প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিয়েছে। এদিকে ভারতের কলকাতায় মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান হবে তার সন্ত ঘোষণার পর।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৬