আফগানিস্তানে যাত্রীবাহী বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আজ সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
খবরে বলা হয়, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। পথে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। ২০ জনের বেশি লোক আহত হয়।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনার এমন আরও অনেক রেকর্ড রয়েছে। আহতদের জাবুল, কালাত এবং কান্দাহর প্রদেশে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৮