সর্বশেষ অধিকৃত এলাকার ওপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি তুরস্কের ওই সীমান্ত অঞ্চল থেকে আইএসকে হটিয়ে দেয় সিরিয়ার বিদ্রোহী সেনাবাহিনীরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
এর ফলে কার্যত বিশ্বের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আইএস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক মুখপাত্র জানান, তুরস্কের সীমান্তবর্তী দুটি গ্রামের ওপর শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছিল আইএস। কিন্তু সে দুটিও এবার তাদের হাতছাড়া হয়ে গেছে।
চলতি বছরের ২৪ আগস্ট থেকে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরিয়ার বিদ্রোহী সেনাবাহিনী ফ্রি সিরিয়ান আর্মি। এজন্য তুরস্কে প্রশিক্ষণও নিয়েছিল তারা। আইএসবিরোধী এ অভিযানে সমর্থন দেয় তুরস্কের সরকার। আইএস নিধনে বেশ কয়েকবার বিমান হামলাও চালায় তুরস্ক। সূত্র : ইন্ডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৬/ফারজানা