চোরা শিকারীদের কারণে আফ্রিকায় হাতি বিলুপ্তির শঙ্কা দেখা দিয়েছে। আফ্রিকাজুড়ে চালানো এক সমীক্ষায় দেখা গেছে, গত এক দশকে ওই অঞ্চলে হাতির সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে।
অন্তত এক লাখ ৪৪ হাজার হাতিকে মেরে ফেলা হয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে।
মোট আঠারোটি দেশের প্রায় পাঁচ লাখ কিলোমিটার এলাকায় সমীক্ষা চালাতে দু'বছর সময় লেগেছে।
গবেষকরা আশঙ্কা করছেন বর্তমানে যে হারে চোরা শিকারী বাড়ছে তাতে আগামী দশ বছরে দুই লাখেরও বেশি হাতি মারা পড়বে। এক সময় হাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ