ন্যাশনাল জিওগ্রাফিকের পক্ষ থেকে জানা গেছে, হাওয়াই উপকূলের বিস্তৃত অঞ্চলকে সামুদ্রিক প্রাণিদের অভয়ারন্য হিসাবে ঘোষণা করার কারণে বর্তমান বিশ্বের সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্টটির নামে বিজ্ঞানীরা নতুন একটি মাছের নামকরণ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশ্বের সমস্ত সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণের সিদ্ধান্তকে সম্মান জানাতেই সম্প্রতি নতুন আবিস্কৃত মাছটির নাম রাখা হল তাঁর নামে। ৩ জন বিজ্ঞানী প্রেসিডেন্ট ওবামাকে বিশেষ ধন্যবাদ জানাতে এই বিশেষ কাজটি করেছেন।
ওবামাকে সম্মানিত করতে বিস্তৃত অঞ্চলকে অভয়ারন্য ঘোষণা করায় প্রবাল প্রাচীরসহ সাত হাজার প্রজাতির মাছ এবং সামুদ্রিক প্রাণি রক্ষা পাবে ধ্বংসের হাত থেকে। লাল আর হলুদের মিশেল পৃষ্ঠীয় পাখনার মধ্যে রয়েছে নীল রঙের ছোপ ছোপ রঙ। এমন আকর্ষণীয় মাছটির নাম ওবামার নামে করার মধ্য দিয়ে ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান বিজ্ঞানীরা।
এর আগে ২০১৩ সালেও টেনেসি নদীর একটি মাছের নামকরণ করা হয়েছিলো মার্কিন প্রেসিডেন্টের নামে। প্রশান্ত মহাসাগরের ৩০০ ফিট গভীরের বাসিন্দা এই মাছটি গোল্ডফিশের এক ধরনের প্রজাতি।
সূত্র: জি নিউজ টুয়েন্টিফোর
বিডি-প্রতিদিন/এ মজুমদার