আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের কাছে আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত এবং ৯১ জন আহত হয়েছে।
সোমবার শেষ বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ভীড়ের মধ্যে ওই জোড়া বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং তালিবান ভয়াবহ এই হতাহতের ঘটনার দায় স্বীকার করেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, আত্মঘাতী দুই তালিবান সদস্য পায়ে হেঁটে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ভীড়ের মধ্যে ওই জোড়া বিস্ফোরণ ঘটায়। সোমবার সর্বশেষ এই হামলাটি এমন সময় ঘটলো যখন, কাবুলে মার্কিন-সমর্থিত সরকারের বিরুদ্ধে তালিবান তাদের দেশব্যাপী আক্রমণ জোরদার করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি এএফপিকে বলেন, "কাবুল শহরের কেন্দ্রস্থলে দুই আত্মঘাতী বোমা হামলাকারী, যারা পায়ে হেঁটে এসে উভয়েই তাদের বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।”
তিনি আরো বলেন, ‘হামলাকারীরা একের পর এক নিজেদের উড়িয়ে দেয় এবং দুর্ভাগ্যবশত এতে আমাদের পুলিশ এবং বেসামরিক লোকজন হতাহতের শিকার হয়েছে।’
বিডি প্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন