ভারত-প্রশাসিত রাজ্য কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এখন থেকে গুলিতে মরিচের গুঁড়া থেকে তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
খবরে বলা হয়, সম্প্রতি কাশ্মীরের বিক্ষোভকারীদের ওপর বন্দুক থেকে পেলেট বা ছর্রা ব্যবহার করা নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক চলছে। এই ছর্রার আঘাতে বহু মানুষের অঙ্গহানী ঘটছে।
শ্রীনগরে এক সফরে গিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশেষজ্ঞদের একটি দল প্যানেল পেলেট গান ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এর বদলে তারা বন্দুকে যে গুলি ব্যবহারের কথা বলেছে, তাতে থাকছে পেলার্গনিক অ্যসিড ভ্যনিলিলামাইড বা 'পাভা' নামে এক ধরনের রাসায়নিক।
এধরনের এক হাজার গুলির প্রথম চালানটি ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে পৌঁছেছে বলে তিনি জানান। আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মীরের বিক্ষোভের মীমাংসার লক্ষ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঐ রাজ্য সফর করছেন। তার সাথে রয়েছে একটি সর্বদলীয় প্রতিনিধিদল।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৩