মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসার গণপিটুনির শিকার হয়েছেন। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি তাকে বেধড়ক কিল ঘুষি ও লাথি মারে। এতে আহত হন তিনি। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, পুরো ঘটনা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে গলিতে হঠাৎ একজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তার ঠিক পরেই দেখা যায়, হাইকমিশনার ইব্রাহিমকে একজন পেছন দিক থেকে মারতে মারতে ওই গলিতে আনেন। এরপর আরও অন্তত চারজন লোক তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। ওই ব্যক্তিরা চলে যাওয়ার পর দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি হাইকমিশনারের কাছে আসেন এবং মুঠোফোনে হামলাকারী ওই ব্যক্তিদের ভিডিওচিত্র ধারণের চেষ্টা করেন।
মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, হামলায় হাইকমিশনার সামান্য আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
মালয়েশিয়ার সেলানগর প্রদেশের পুলিশ প্রধান পাঁচজনকে আটক করার কথা জানিয়েছেন। এদিকে এ ঘটনার পর শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত মালয়েশিয়ার উচ্চপদস্থ কূটনীতিক ওয়ান জিয়াদি ওয়ান আবদুল্লাহকে ডেকে পাঠান। পররাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে মালয়েশিয়ার শ্রীলঙ্কার দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানায়। সম্ভাব্য হুমকি থাকার পরও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করে শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৬