ব্যস্ত সময়ে রাস্তায় ব্যাপক ভিড় ও সিগনালের কারণে ক্ষণে ক্ষণে গাড়ি দাঁড়াচ্ছে। সবুজ সংকেত পেলে আবারও ছুটছে গন্তব্যে। হঠাৎ রাস্তার পাশের বড় স্ক্রিনে চোখ পড়তেই প্রায় সকল গাড়ির গতি কমে গেল। সকাল সকাল এ সব কী! স্ক্রিনে তখন পর্নো ছবি শুরু হয়েছে। ট্রাফিক পুলিশও বিস্মিত। অবশেষে দ্রুত ব্যবস্থা নিয়ে সেই স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়।
জাকার্তায় গত শুক্রবার এমনি এক ঘটনা ঘটেছে। ওই দেশটিতে কিছু দূর পর পর রাস্তার পাশে বড় বড় বিলবোর্ড রয়েছে। যেখানে নিরন্তর বিজ্ঞাপন চলতে থাকে। সেই স্ক্রিনেই হঠাৎ পর্নো ছবি চলা নিয়ে খোদ পুলিশও বিস্মিত হয়েছে।
এই ঘটনার সঙ্গে হ্যাকাররা জড়িত রয়েছে বলে অনেকে সন্দেহ করছেন। জাকার্তায় এই স্ক্রিনগুলোর নাম ভিডিয়োট্রন। ওই পর্নো ছবি চলাকালীন রাস্তায় চলা বহুমানুষ সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এই ঘটনার তদন্তভার সাইবার ক্রাইম ইউনিটের হাতে দিয়েছে জাকার্তা পুলিশ। তারা ইতোমধ্যে এই ভিডিয়োট্রন চালানোর দায়িত্বে থাকা সংস্থার কিছু কর্মীকে আটক করেছে। অফিস থেকে কম্পিউটারও নিয়ে গেছে।
ইন্দোনেশিয়ায় পর্নো সাইট দেখা নিষিদ্ধ। সিনেমা বা সিরিয়ালে কোনো রকম আপত্তিজনক দৃশ্য থাকলে তা সঙ্গে সঙ্গে ছেঁটে দেয় সে দেশের সেন্সর বোর্ড। আর সেখানে এমন ঘটনায় সকলেই বিস্মিত!
সূত্র : এই সময়
বিডি প্রতিদিন/ ০৩ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম