পাকিস্তানের দিক থেকে পাঞ্জাবের গুরদাসপুর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। সোমবার সকালে গুরদাসপুরের চাকরি পোস্টে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে দেখেই গুলি ছুঁড়তে শুরু করেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রবিবার রাতে জম্মু-কাশ্মীরের বারামুলার রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গি হামলা হয়। নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি এখনো রীতিমতো উত্তপ্ত। সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার সময় পাকিস্তান রেঞ্জার্স আখনুর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘণ করে। পাল্টা জবাবও দেয় বিএসএফ।
অন্যদিকে বারামুলায় হামলাকারী দুই জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। এতে ভারতীয় এক জওয়ান শহিদ হন। ফের নাশকতা চালাতে পারে জঙ্গিরা- এ সন্দেহে সোমবার সকাল থেকেই বারামুলাসহ কাশ্মীরের সর্বত্র চলছে বিশেষ সেনা টহল।
এরই মাঝে পাঞ্জাবের গুরদাসপুর সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় উত্তেজনা আরও বড়ল। জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের পাশাপাশি পাকিস্তান সীমান্তবর্তী গুজরাট, রাজস্থানের সীমান্তেও চলছে কড়া নজরদারি।
গত বছর ২৭ জুলাই গুরদাসপুরের দীনা নগর পুলিশ স্টেশনে ঢুকে পড়ে পাকিস্তানি জঙ্গিরা। ১২ ঘণ্টার তীব্র গুলির লড়াইয়ের পর তিন জঙ্গিকে খতম করা হয়। নাশকতায় তিন জন বেসামরিক নাগরিক ও চার পুলিশ কর্মীর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/ফারজানা