পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে কাশ্মীরের বারামুলায় সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনার পরে মুখ খুললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিষয়টি নিয়ে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিএসএফ ডিজি'র সঙ্গে কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি নিরাপত্তার পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে ডিজি, বিএসএফ-এর সঙ্গেও কথা বলেছেন তিনি। আলোচনায় তারা সিদ্ধান্তে এসেছেন জঙ্গি হামলায় যেসব জওয়ান আহত হয়েছেন, তাদের চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে যে, অপারেশন শেষ হয়ে গেছে। আর কোনও সেনা জওয়ানের দেহ পাওয়া যায়নি, যদিও অনুসন্ধান এখনও জারি রয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে কাশ্মীরের বারামুলায় সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। বিভিন্ন সংবাদসংস্থার খবর অনুযায়ী, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বিএসএফ-এর ৪৬ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের আটকাতে পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরা। দু’পক্ষের দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পরে মারা যায় দুই জঙ্গি। ঘটনায় দুই জওয়ানও আহত হন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ