গর্ভপাত নিষিদ্ধ করে সরকারের নতুন প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট পালন করছে পোল্যান্ডের নারীরা। এতে তারা সব ধরণের কাজ থেকে বিরত থাকছেন। যদিও ধর্মঘট কর্মসূচির বিপরীতে পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গর্ভপাত বিরোধী বিক্ষোভও চলছে। খবর বিবিসির।
সোমবার সকাল থেকেই রাজধানী ওয়ারশ'তে বিক্ষোভকারীরা কালো কাপড় পড়ে মিছিল করছেন। তারা দিনটির নাম দিয়েছেন ব্ল্যাক মানডে, মানে কালো সোমবার। ইতিমধ্যেই ধর্মঘটে যোগ দিয়ে নিজেদের দোকানপাট বন্ধ রেখেছে বহু প্রতিষ্ঠান।
গর্ভপাতকে পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব প্রথম এসেছিল স্টপ অ্যাবরশন নামে একটি গ্রুপের পক্ষ থেকে। এরপর বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হয়। আইনটি পাশ হলে আদালত সেই সব নারীদের পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারবে, যারা গর্ভপাত করাবেন। একই সঙ্গে যেসব চিকিৎসক এ প্রক্রিয়ায় সহায়তা করবেন তাদেরও শাস্তি দেয়া যাবে।
তবে আইনটির বিপক্ষের মানুষেরা বলছেন, আইনটি পাস হলে কোন নারীর অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত গর্ভপাত ঘটলে সেটিও তদন্ত করে দেখা হবে। ফলে আইনটির অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৬/মাহবুব