লিবিয়া উপকূল থেকে একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করার রেকর্ড গড়েছে ইতালিয়ান কোস্টগার্ড। ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসী উদ্ধার করে তারা।
এর আগে বছর তিনেক আগে ইতালিয়ান দ্বীপ লামপেদুসা উপকূলে এক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছিলো।
সোমবার সমুদ্র কিছুটা কম উত্তাল থাকায় পাচারকারীরা ৩৯টি নৌকা নিয়ে রওনা দেয়। ৩২টি রাবারের নৌকা, পাঁচটি নৌকা ও দুটি ছোট নৌকায় অভিবাসী ছিলো প্রায় ৬ হাজার ৫৫ জন।
ইতালির কোস্ট গার্ড জানায়, অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।
চলতি বছরে প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন