সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং গতরাতে নয়া দিল্লি পৌঁছেছেন। রীতি অনুযায়ী একটু যাত্রা বিরতি শেষে, ঝমকালো সরকারি কোন গাড়ি না নিয়ে একটি চার্টার্ড বাসে করে হেটেলে পৌঁছেছেন তিনি।
প্রধানমন্ত্রী লুং'র এবারের যাত্রায় সফর সঙ্গী হলেন তাঁর স্ত্রী হো চিং, বিশেষ মন্ত্রীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এবং সংসদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সাদরে গ্রহণ করে নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এ খবর টাইমস্ অব ইন্ডিয়ার।
জানা যায়, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লং এর সম্মানে আজ একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দুই নেতা দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। এতে তাঁরা শিল্পক্ষেত্রে সহযোগিতার জন্য দু'দেশের শিল্পনীতি পলিসি, সিঙ্গাপুরের মেধা সম্পত্তিবিষয়ক অফিস এবং আসামে একটি নর্থ ইস্ট স্কেল সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনটি স্মারক লিপিতে স্বাক্ষর বিনিময় করেবেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লুং এ যাত্রায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথেও সাক্ষাত করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার