বিশ্বের বেশির ভাগ দেশে কর্মজীবীদের খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার নিয়ম অনেক আগে থেকে চালু থাকলেও চলতি মাস থেকে এ নিয়মে আসছে সোদি আরব। তারা হিজরি ক্যালেন্ডার ছেড়ে চলতি বছরের ১ অক্টোবর থেকে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসরণ করে বেতন দেওয়ার নিয়ম কার্যকর করতে যাচ্ছে। খবর- আরব নিউজের।
সোমবার এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সৌদি মন্ত্রিপরিষদের সাম্প্রতিক এক বৈঠকে রাজতন্ত্রের অর্থবছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিল রেখে বেতন-ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চান্দ্র বছর হিজরি সৌর পঞ্জিকার চেয়ে ১১ দিন কম। ফলে সৌদি আরবের সরকারি কর্মীরা এখন আগের তুলনায় ১১ দিন বেশি কাজ করলেও ওই বেতন পাবেন না।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম