২০২০ সাল নাগাদ ৭০ লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিয়ানমার। এ কারণে পর্যটন খাতের উন্নয়নের জন্য দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি সংবাদ মাধ্যমে এ কথা বলা হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউ হেনরি ভ্যান থিও এক অনুষ্ঠানে বলেন, গত কয়েক বছরে মিয়ানমারের পর্যটন খাতের উন্নতি হয়েছে। ২০১৫ সালে দেশটিতে ৪৬ লাখ পর্যটক এসেছে। ২০২০ সালে এ সংখ্যা ৭০ লাখে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, দেশব্যাপী নির্ধারিত এলাকায় পর্যটন বিকাশের পদক্ষেপ হিসেবে হোটেল ও পর্যটন মন্ত্রণালয় কম্যুনিটি ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।
পর্যটন মন্ত্রণালয় স্থানীয় মানুষের প্রথা ও ঐতিহ্য পর্যবেক্ষণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জাতিগত অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করছে বলেও জানান ইউ হেনরি ভ্যান থিও।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩০ লাখ পর্যটক মিয়ানমার এসেছে এবং চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা ৫০ লাখ হতে পারে।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম