আইসিস প্রধান আবু বকর আল-বাগদাদী এবং তার ঘনিষ্ঠ তিনজনের খাবারে মিশিয়ে দেওয়া হয় বিষ। তবে আইসিস জঙ্গিনেতা বাগদাদী এখনও মৃত কি না তা জানা যায়নি। কিন্তু কে বিষ খাওয়ালো?
ইরাকি নিউজ এজেন্সি ডব্লিউএএ সূত্রের খবর, খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে ওই চারজন। তার পর চারজনকেই একটি নিরাপদ ঘাঁটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বাগদাদী-সহ চারজনই খাবারে বিষক্রিয়ার ফলে গুরুতর অসুস্থ। তবে প্রাণে বেঁচে যাবে কি না তা এখনও জানা যায়নি।
কিন্তু প্রশ্ন হল, বিষটা খাওয়ালো কে? আইসিস-বিরোধী কোনও গোষ্ঠী জঙ্গিদের মধ্যে ছদ্মবেশে মিশে গিয়ে এই কাণ্ডটি করল নাকি দীর্ঘদিন ধরে আইসিসের বর্বরতা অসহ্য হয়ে উঠেছে তাদের নিজেদের অনুগামীদের মধ্যেই?
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন