ভারত পাকিস্তানের সম্পর্কের চরম অবণতির সময়ে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সম্প্রতি ভারতের চণ্ডিগড়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া গ্লোবাল পিস ফেস্টিভালে যোগ দেয় ৩০ দেশের প্রতিনিধি দল। এতে পাকিস্তান থেকে আসা দলের নেতৃত্ব দেন আলিয়া হারির। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক অবণতি হতে থাকায় নিজেদের দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েন আলিয়া।
তবে সুষমা স্বরাজ নিজেই বিষয়টির দেখভাল করেছেন। নিশ্চিত করেছেন আলিয়াদের নিরাপদে দেশে ফিরে যাওয়ার বিষয়টি।
দেশে গিয়ে আলিয়া তাই সুষমা স্বরাজকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, আমি অনেক উচ্ছ্বসিত। সুষমা স্বরাজ জির সাথে কথা বলেছি যিনি আমাদের নিরাপদে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
আলিয়ার টুইটের জবাব দিয়েছেন সুষমা স্বরাজ। তিনি জানান, আলিয়াদের নিরাপদে দেশে পৌঁছে দেয়ার বিষয়টি নিয়ে তিনি সত্যিই দুশ্চিন্তায় ছিলেন।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৬/ফারজানা