যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে গুলিবিদ্ধ হয়ে দুই পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে পারিবারিক বিরোধ নিস্পত্তিকালে ওই পরিবারের এক সদস্য এলোপাতাড়ি গুলি চালায়। পরিবারের ওই সদস্যের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর এক কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার এ গুলির ঘটনা ঘটে বলে। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদন থেকে জানা যায়, বিরোধ নিস্পত্তিকালে ওই ব্যক্তি হঠাৎ করে তার বন্দুক নিয়ে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আর তখন গুলিবিদ্ধ হয়ে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। তবে বন্দুকধারী ব্যাক্তিটীকে এখনও তাকে আটক করা সম্ভব হয়নি।
শহরের পুলিশ প্রধান ব্রায়েন রেস বলেন, 'এটা খুব সাধারণ পরিবারিক সমস্যা ছিল এবং ওই ব্যক্তি বন্দুক নিয়ে হঠাৎই তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন'।
তিনি জানান, 'গিলবার্ট ভেগা এবং লেসেলি জেরেবনি নামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহতদের পদবি কিংবা অন্যান্য কোনো তথ্য এবং আহত পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেননি তিনি'।
বিডি-প্রতিদিন/৯ অক্টোবর, ২০১৬/তাফসীর