সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের দিক থেকে আক্রমণ আসতে পারে বলে আশঙ্কা করছে ভারত। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হামলার চেষ্টা করা হবে বলে গোপন সূত্রে খবর পেয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা। আর তাই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এই সময়ের।
সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দেওয়ার ক্ষেত্রে কী ধরনের হামলা হতে পারে তা অনেকটাই নির্ভর করছে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের অবসরের উপর। সেনাপ্রধানের পদের মেয়াদ নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। আর সেক্ষেত্রে পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেবে বলেই ধারণা দিল্লির।
সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে সীমান্তে ক্রমাগত হামলা চালানোর কথাও ভাবতে পারে পাকিস্তান। অর্থাৎ বড়সড় হামলা না করে বারবার হামলা। অার এমন আশঙ্কা থেকে গত শুক্রবার রাতেই জম্মু-কাশ্মীর সীমান্তে হান্দওয়ারায় তিনটি অনুপ্রবেশ রুখেছে ভারতীয় সেনাবাহিনী।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ