চলতি বছরে এ পর্যন্ত ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া এ দাবি করেছেন।
নাফিস জাকারিয়া বলেন, এ বছর ভারত ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এটা বন্ধ করতে হবে। আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে ভারতই সবচেয়ে বড় বাধা। পাকিস্তানের ক্ষতি করতে এবং দেশের স্বার্থের জন্য অন্যকে দোষ দেয়া, শত্রুতামূলক বিবৃতি এবং নানা অপপ্রচার চালানোর মাধ্যমে ভারত শান্তি স্থাপনে যে পরিবেশ দরকার তা নষ্ট করে দিচ্ছে।
নাফিস জাকারিয়া বলেন, ২০১৪ সালে প্রাদেশিক নির্বাচনের সময় ভারত ২০০ বারের চেয়ে বেশি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছিল। পাকিস্তান 'কখনই যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি'। এ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে যত প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার সবই মিথ্যা। লাইন অব কন্ট্রোল নিয়ে ভারত এ পর্যন্ত যত প্রতিবেদন প্রকাশ করেছে তার ৯০ ভাগই মিথ্যা, ভিত্তিহীন।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/ফারজানা