জঙ্গিগোষ্ঠী আইএস'র হাত থেকে একের পর এক শহরের দখল বেরিয়ে যাচ্ছে। এবার আইএস'র সবচেয়ে শক্তিশালী ঘাঁটি মসুলে আঘাত হেনেছে ইরাকি সেনা।
আবু বকর আল বাগদাদির হাত ধরে এই মসুল থেকেই আইএসের উত্থান। পরে সিরিয়ার প্রেসিডেন্ট বিরোধী বিদ্রোহে যুক্ত হয় তারা। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশকে দখল করে ২০১৪ সালে ধর্মরাজ্য বা খিলাফত তৈরির ঘোষণা করে জঙ্গি সংগঠনটি। খিলাফতের স্বপ্নে আইএসে যোগ দেয় ইউরোপের হাজার হাজার তরুণ।
গত দু'বছরে দখল করা এলাকার মানুষের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে সংগঠনটি। তবে এই বছরের গোড়া থেকেই পরিস্থিতি বদলায়। সিরিয়ার দাবিক এলাকা ইতোমধ্যেই হাতছাড়া হয়েছে আইএস'র। সংগঠনটির প্রচারপত্রে দাবিকের যুদ্ধকে বারবার চূড়ান্ত সিদ্ধান্তের যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই দাবিকে সিরিয়ার বিদ্রোহীদের কাছে আইএস'র হার তাদের মনোবল চুরমার করে দেবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মসুলেও আইএস কোণঠাসা। এই সময় চরম আঘাত হেনে আইএস'র সাম্রাজ্য একেবারে ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে ইরাকি সেনা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ