অনেক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছা ছিল বিল ক্লিনটনের। প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে সম্প্রতি এমনই তথ্য ফাঁস করেছেন প্রাক্তন প্রেমিকা হলিউড অভিনেত্রী জেনিফার ফ্লাওয়ার্স।
এর আগেই ফ্লাওয়ার্স দাবি করেছিলেন ১৯৭৭ সাল থেকে ক্লিনটনের সঙ্গে দীর্ঘ ১২ বছরের প্রেম ছিল তার। সে সময় একাধিকবার একান্তে ঘনিষ্ঠ হয়েছেন তারা। সেই সম্পর্ক নাকি ভেঙে যায় একাধিক নারীর প্রতি ক্লিনটনের আসক্তির জন্য। বিবাদ চরমে ওঠে ফ্লাওয়ার্সের এক গায়িকা বন্ধুকে নিয়ে। একটি ফোনালাপের কথা জানিয়েছেন ফ্লাওয়ার্স। যেখানে তিনি তার এক বান্ধবীর প্রসঙ্গ তুলেছিলেন। উত্তরে নাকি ক্লিনটন বলেছিলেন, ফ্লাওয়ার্সের ওই বান্ধবী খুবই সুন্দরী। তাই তার উচিত একাধিক পুরুষের সঙ্গ উপভোগ করা।
ক্লিনটন নিজেও নাকি ওই গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। ব্যাপারটা মেনে নিতে পারেননি ফ্লাওয়ার্স। কয়েকদিনের বিবাদের পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও সেই গায়িকার নাম জানাতে রাজি হননি ফ্লাওয়ার্স। তার সবশেষ জবাব ছিল, ‘যৌবন থেকেই যিনি এরকম অশালীন মানসিকতা নিয়ে চলেন, পরবর্তী ক্ষেত্রে যে তিনি যৌন কেলেঙ্কারীতে জড়াবেন, তা আর আশ্চর্য কী!’
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল