ভারতের মুম্বাইয়ে কাফে প্যারেড এলাকার মেকার টাওয়ারে আজ সকাল সাড়ে ছয়টা দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ওই টাওয়ারের ২০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। খবর এনডিটিভির।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় এগার জনকে উদ্ধার করা হয়েছে। দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও হয়েছে। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এই সব কথা জানায় দমকল বাহিনী।
বিডি-প্রতিদিন/এ মজুমদার