জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে ইরাকের মসুলে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আইএসের ঘাঁটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে তারা। হামলা থেকে বাঁচতে সাধারণ মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আইএস। খবর বিবিসির।
ইরাকে আইএসের শেষ শক্ত অবস্থান মসুলে। এখানে আইএসের সদস্য সংখ্যা পাঁচ হাজারেরও বেশি বলে মনে করা হচ্ছে। মসুল পূনরুদ্ধার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ অভিযান চালাচ্ছে ইরাকি সরকার। ধারণা করা কচ্ছে, মসুলে শহরে মোট জনসংখ্যা প্রায় সাত লাখ। সম্মুখ যুদ্ধে নিজেদের অবস্থান দুর্বল হয়ে যাওয়ায় সাধারণ জনগণকে ব্যবহার করে হামলা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে তারা।
যৌথ বাহিনীর দাবি, তারা এ পর্যন্ত ১০টি গ্রামকে আইএসের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। সরকারি বাহিনী আইএস দমনে দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে। সোমবার শুরু হওয়া অভিযানে যৌথ বাহিনীকে সহায়তা দিচ্ছে কুর্দিরাও। আইএস দমনে তারা পূর্ব দিক থেকে এগিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/ফারজানা