ভারতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। একটি নীল-গোলাপী রঙের ড্রোন নজরে আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরটিতে। কে বা কারা ড্রোনটি চালাচ্ছিল, সেটি এখনো জানা যায়নি। তবে তার সন্ধান পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কয়েকদিন আগেই গোয়েন্দা দফতর সূত্রে ভারতের স্বরাষ্ট্র দফতরকে জানানো হয়, হামলা চালাতে জঙ্গিরা ভারতের বিভিন্ন অংশে ড্রোনের সাহায্য নিতে পারে। হামলা চালানোর পাশাপাশি, টার্গেট ঠিক করতেও জঙ্গিরা ড্রোন ব্যবহার করতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দেরাদুন থেকে বিমান নম্বর ৬ই–৭৫৫ এসে পৌঁছায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে। বিমানবন্দরে নামার ১০০ মিটার উপরে থাকাকালীনই একটি নীল–গোলাপী রঙের ড্রোন নজরে আসে বিমান চালকের। বিমান মাটিতে নামার পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর দেন চালক। গোয়েন্দা সংস্থা, জঙ্গি দমন শাখা ও ক্রাইম ব্রাঞ্চের বিশেষ শাখায় এ খবর জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/ফারজানা