ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।
সোমবার উড়িষ্যা রাজ্যের বেসরকারি এসইউএম হাসপাতালের ডায়ালাইসিস ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন ধরে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সেখানে ২০ জনের প্রাণহানি ঘটে। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় হাসপাতালের সুপারিনটেনডেন্ট, অগ্নি নির্বাপন কর্মকর্তা ও বৈদ্যুতিক বিভাগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে হত্যা ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম