মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ওবামা টেকসই উন্নয়ন, অস্ত্র-বিস্তার রোধ, জলবায়ু পরিবর্তন, বলপূর্বক অভিবাসন, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, মানবিক সহায়তাসহ ব্যাপক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে সহায়তা দেয়ার অঙ্গীকার প্রকাশ করেন। হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এইসব কথা জানানো হয়।
সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুটেরেসকে জাতিসংঘ প্রধানের পদে নিয়োগের জন্য সর্বসম্মত সমর্থন দেওয়া হয়। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক কাজে এক দশক প্রধানের দায়িত্ব পালনকারী রাজনীতিবিদ গুটেরেস বিশ্বের কূটনীতিকদের প্রধান হিসেবে বান কি মুনের চেয়ে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার