ইসরায়েলে আযান সীমিত করতে বিতর্কিত বিল উপস্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত রবিবার বিলটি উপস্থাপন করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।
খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে নেতানেয়াহু বলেন, অকারণে বিভেদ সৃষ্টিকারীদের বিপক্ষে এটি একটি পদক্ষেপ। নেতানিয়াহু আরও বলেন, প্রার্থনার জন্য আহ্বান করার রীতিতে জনগণের ভোগান্তি বাড়ে। অতিরিক্ত শব্দ দূষণেরও সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি। বিলটি পাস হলে তা সব সম্প্রদায়ের প্রার্থনা ঘরের জন্যই প্রযোজ্য হবে। তবে মসিজদগুলোই এই বিলের আসল টার্গেট বলে অভিযোগ উঠেছে।
ইসরাইলি গণমাধ্যম বলছে, বিলটি পাস হলে জনগণকে প্রার্থনার জন্য আহ্বান করার রীতি বন্ধ হয়ে যাবে। এদিকে সরকারি এ কর্মকাণ্ডকে ধর্মীয় স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল।
বিভিন্ন গণমাধ্যম বলছে, বিলটির মাধ্যমে ইসরাইল নিয়ন্ত্রিত এলাকার মসজিদগুলোতে মাইকে আযান দেয়া বন্ধ করার চেষ্টা করা হয়েছে। মন্ত্রিসভায় বিলটি পাস হয়েছে বলেও কিছু গণমাধ্যম খবর দিয়েছে। এমনকি মসজিদে মোয়াজ্জেনদের গ্রেফতারের খবরও দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৫