সৌদি আরবে তুমুল বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে। বেশ কয়েকটি এলাকায় পানি জমে বন্যা এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দেশের যোগাযোগ ব্যবস্থাও প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১৭ মিলিমিটার হারে বৃষ্টি হচ্ছে। এ পর্যন্ত পানিবন্দী হওয়া মোট ১৩২ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। খবর সৌদি গেজেটের।
সৌদির রাজধানী রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, জাজান, মক্কা ও তাবুক থেকে ওই ব্যক্তিদের উদ্ধার করা হয়। পানিতে আটকে যাওয়া ১০২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। আশ্রয় দেয়া হয়েছে পানিবন্দী ১২টি পরিবারের সদস্যদের।
তুমুল বর্ষণই শুধু নয়, এর পাশাপাশি হচ্ছে বজ্রপাত। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত তেমন বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানী রিয়াদে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
টানা বর্ষণের কারণে আল-বাহা, আল-কাসিম, আসির, নাজরান, তাবুক এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন শহর এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের গণমাধ্যম ও জন সম্পর্ক বিভাবের মহাপরিচালক বলেন, ৪২টি পানি নিষ্কাশন স্টেশন দিয়ে দুই মিলিয়ন কিউবিক মিটারের চেয়ে বেশি বৃষ্টির পানি আরব সাগরে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা