মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদ' দূর করতে যুক্তরাষ্ট্র ও আমরা একমত হয়েছি। ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি সিরিয়ায় থাকা অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধেও এক সঙ্গে লড়াই করব আমরা।
এই ফোনালাপ সম্পর্কে আরো বলা হয়, বেশ ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়। সেখানে ইউক্রেন, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, সিরিয়া, আরব-ইসরাইল সংঘাত এবং উত্তর-দক্ষিণ কোরিয়ার বিষয়ে আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন