মালয়েশিয়ার বোর্নিও উপকূলের অদূরে ৩১ আরোহীসহ একটি নৌকা নিখোঁজ হয়েছে। আরোহীদের মধ্যে ২৮ জন চীনা পর্যটক। আজ রবিবার মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানায়।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘নৌকাটির মালিক শনিবার সন্ধ্যায় নৌযানটি নিখোঁজ হওয়ার খবর জানান। আমরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছি।’
শনিবার সকালে নৌকাটি যাত্রা শুরু করে। এতে একজন নাবিক ও দুই ক্রু ছিল। ওই দিন আবহাওয়াও খারাপ ছিল। তারা মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য সাবাহ্’র রাজধানী কোতা কিনাবালু থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমের একটি দ্বীপে যাচ্ছিল।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম