সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে গত সেপ্টেম্বরে পাকিস্তান শাসিত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারত উপযুক্ত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
মঙ্গলবার দিল্লিতে সংসদের যৌথ বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
গত আর্থিক বছরে কেন্দ্রের মোদি সরকারের সাফল্যের বর্ণনা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকারের অনেক সাফল্যের মধ্যে অন্যতম হল জম্মু-কাশ্মীর ও উরিতে জঙ্গি হামলার পাল্টা হিসাবে এলওসি পেরিয়ে পাক শাসিত কাশ্মীরে গিয়ে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে অনবরত মদদ ও সমর্থনের ফলে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরাজ করেছে। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ, জঙ্গি হামলা, মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে- এটা যথেষ্ট উদ্বেগের বিষয়’।
তিনি আরও বলেন ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ রোখার পাশাপাশি এই ধরনের নৃশংসতার সঙ্গে যুক্ত দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, গত চার দশক ধরে ভারত সন্ত্রাসের মোকাবিলা করে আসছে এবং সন্ত্রাসবাদকে পরাস্ত করতে অন্য দেশের সঙ্গেও ভারত সক্রিয়ভাবে অংশ নেবে।
গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে দেশবাসীর প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কালো রুপি ও দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ যে সহনশীলতা ও ধৈয্যের পরিচয় দেখিয়েছে তার সত্যিই প্রশংসনীয়।
এদিন রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়েই শুরু হয় সংসদের যৌথ বাজেট অধিবেশন। অধিবেশন থেকে সব রাজনৈতিক দলকে স্বাগত জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে চলাই হল গণতন্ত্র। সম্প্রীতি রক্ষা করাই প্রধান মন্ত্র। আমাদের দেশের এটাই পরম্পরা।
শুধু তাই নয়, নারী শক্তির ওপরও জোর দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারী শক্তিকে সাথে নিয়ে দেশের উন্নতি করছে সরকার। নারীদের ক্ষমতায়নের পথে সরকার এগোচ্ছে। সমাজের প্রতিটি স্তরে নারীদের সমান অধিকার পাওয়া উচিত। আর সেই লক্ষ্যেই সরকার এগোচ্ছে।
পাশাপাশি গ্রামেরও উন্নতি হচ্ছে। সেখানে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ব্যাংকিং পরিষেবাতেও উন্নতি ঘটানো হচ্ছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষেরও উন্নতি হয়েছে। সেইসঙ্গে বেকারদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব