Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:২৮
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৫৪

ব্রিটেনে ৩০টি গির্জার স্কুলে অধিকাংশ শিক্ষার্থী মুসলিম!

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ৩০টি গির্জার স্কুলে অধিকাংশ শিক্ষার্থী মুসলিম!

ব্রিটেনের গির্জা পরিচালিত ৩০টি স্কুলে মুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা খ্রিস্টান ছাত্রছাত্রীদের চেয়ে বেশি। এ সব স্কুলের মধ্যে চার্চ অব ইংল্যান্ডের পরিচালিত একটি স্কুলে একজনও খ্রিস্টান নেই, সবাই মুসলিম ছাত্রছাত্রী। এক জরিপে এমন অবাক করা তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির ডেইলি মেইল।

রিপোর্টে বলা হয়, সেন্ট টমাস নামের চার্চ পরিচালিত এই স্কুলটি ওল্ডহ্যাম শহরের ওয়েরনেথে অবস্থিত। অবশ্য একজন গভর্নর বলছেন এ হিসেব সম্ভবত বেশ কিছুদিনের পুরোনো। পরিবর্তিত বাস্তবতার কারণে এই স্কুলটি এখন খ্রিস্টান এবং মুসলিম উভয় ধর্মের উৎসবগুলোই পালন করে।

এছাড়া, বোল্টন শহরে বিশপ ব্রিজম্যান নামে একটি চার্চ স্কুলে ছাত্রছাত্রীদের ৯০ শতাংশই মুসলিম। আর পশ্চিম ইয়র্কশায়ারের স্টেইনক্লিফ নামের আরেকটি চার্চ স্কুলে ৯৮ শতাংশই মুসলিম।

বিশেষজ্ঞরা বলছেন, এসব চার্চ স্কুলগুলোকে এখন ধর্মনিরপেক্ষ বা সেকুলার প্রতিষ্ঠানে পরিণত করা উচিত, কারণ ছাত্রছাত্রীরা এখানে এসে বিভ্রান্তির মধ্যে পড়ছে।

বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব


আপনার মন্তব্য