ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দ্বীপের উত্তর-পূর্ব অংশের গ্রাম সোঙ্গানে এই ভূমিধসের ঘটনা ঘটে।
আবহাওয়া অফিসের এক মুখপাত্র জানান, মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মাটি নরম হয়ে এই ধস নামে। উদ্ধারকারী দল বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় হতাহতদের উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম