ফিলিপাইনে শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ ৷ এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত সাত জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পে বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। ইতোমধ্যে সেনা নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন৷ এছাড়াও বিপর্যয় মোকাবিলা দল হাত লাগিয়েছে উদ্ধার কাজে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১০ টা নাগাদ ফিলিপাইনের সুরিগাও শহরের উত্তরে জোরালো কম্পন অনুভূত হয়৷ কিছু সময়ের মধ্যেই ফের আরও একটি কম্পন অনুভূত হয়৷ এক্ষেত্রে তীব্রতা ছিল ৬.৭৷ তবে এই মুহূর্তে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
এর আগে ২০১৩ সালে এই অঞ্চলেই ধ্বংসাত্মক ভূমিকম্পে দুই শতাধিক মানুষ নিহত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ