হংকংয়ের একটি সাবওয়ে ট্রেনে গতরাতে দেয়া অগ্নিসংযোগে ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার হংকং পুলিশ এ কথা জানান।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩১৫) এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তারা তরল সন্দেহজনক দাহ্য পদার্থ উদ্ধার করেছে। এটি সন্ত্রাসী হামলা নয় বলে পুলিশ মনে করছে। তারা বলছে, লোকটি একাই এই অপরাধ করেছে। তদন্তকারীরা তার মানসিক পরিস্থিতি খতিয়ে দেখছে।
পুলিশ জানায়, শুক্রবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম